Pioneer Bankers.BD

রেজুলেশনঃ

মিশনঃ

সততা, বিশুদ্ধতা ও সুপরিকল্পিত কার্যক্রমের মাধ্যমে সকল সদস্যদের অর্থনৈতিক উন্নয়ন এবং নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা।

ভিশনঃ

সুষ্ঠ পরিকল্পনা ও সকল সদস্যদের অংশগ্রহণে এবং তা বাস্তবায়নের মাধ্যমে দেশের সামগ্রিক অর্থনীতিতে একটি মাইলফলক স্থাপন করা।

সাধারণ নিয়মাবলীঃ

  • গ্রুপের কার্যক্রম জানুয়ারি,২০২৫ হিসেবে শুরু করা হবে ইনশাআল্লাহ।
  • গ্রুপটি Pioneer Bankers BD Group নামে পরিচালিত হবে।
  • গ্রুপটির সম্পূর্ণ কার্যক্রম আধুনিক সফটওয়্যার ভিত্তিক পরিচালিত হবে যেখানে সব সদস্যদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড সরবরাহ করা হবে।
  • মাসিক ১০২০/- টাকা চাঁদা ধার্য করা হয়েছে। যার মধ্যে ১০০০/- টাকা আমানত এবং ২০/- সাভিস চার্জ।
  • জরিমানা ৫০/- টাকা ধার্য করা হলো। চলতি মাসের মধ্যেই প্রতিমাসের চাঁদা প্রদান করতে হবে।৬ মাস চাঁদা বকেয়া থাকলে সদস্যপদ বাতিল বলে গন্য হবে।
  • গ্রুপের বিভিন্ন সভা, Domain & Hosting ফি, সফটওয়্যার তৈরিসহ ভবিষ্যতের যাবতীয় খরচের জন্য এককালীন সদস্য প্রতি ৫০০/- টাকা ধার্য করা হয়েছে। উল্লিখিত বিবিধ খরচসমূহ উক্ত এককালীন সংগৃহীত টাকা এবং সার্ভিস চার্জ হতে ব্যয় করা হবে।
  • বড় বিনিয়োগের ক্ষেত্রে সকল সদস্যদের মতামত নিয়ে পরিচালনা পর্ষদে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হবে।
  • ১০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে কমিটি কোরামের মাধ্যমে একক সিদ্ধান্ত গ্রহন করবে।
  • সদস্যদের অবশ্যই রূপালী ব্যাংকে চাকুরীজীবি হতে হবে।
  • নতুন সদস্যপদ গ্রহনের ক্ষেত্রে এন্ট্রি পলিসি অনুসরণ করা হবে।
  • সদস্যপদ প্রত্যাহারের ক্ষেত্রে এক্সিট পলিসি অনুসরণ করা হবে।
  • প্রতিটি নতুন বিনিয়োগে সতন্ত্র নীতিমালা এবং বিনিয়োগ পলিসি অনুসরণ করা হবে।
  • গ্রুপের কোন সদস্যদের মধ্যে ঋন প্রদান কার্যক্রম পরিচালনা হবে না।
  • কমিটির সদস্যদের মধ্যে থেকে ০৩ জন সিগনেটরি হতে (নির্মল কুমার চক্রবর্তী , শারমীন ফেরদৌসী এবং মোস্তাক হোসাইন খান ) যেকোন ২ জনের যৌথ স্বাক্ষরে ব্যাংক হিসাব পরিচালনা করা হবে।
  • একজন সদস্য কেবলমাত্র ১টি সদস্যপদ গ্রহণ করতে পারবেন।
  • ২টি ব্যাংকে ২টি হিসাব খোলা হবে। প্রাথমিক হিসাব রূপালী ব্যাংক পিএলসি, স্হানীয় কার্যালয়ে খোলা হবে, সেকেন্ডারি হিসাব Internet Banking সহ যাবতীয় সুযোগ সুবিধা বেশি রয়েছে এমন ব্যাংকে খোলা হবে।
  • গ্রুপের যাবতীয় ব্যয় সার্ভিস চার্জ/এককালিন চাঁদা /অন্যান্য আয় হতে প্রয়োজনে সমন্বয় করা হবে।
  • বিশেষ চাঁদা বছরে ৫০০০/- টাকা করে ২টি ঈদে এবং ইনসেন্টিভ প্রদানের সময় ২০,০০০/- টাকা করে মোট ৩০,০০০/- টাকা প্রদান করতে হবে।
  • ২১ জনের একটি স্হায়ী পরিচালনা পর্ষদ থাকবে।এই পর্ষদই সকল নিয়মাচার পরিপালন করে পরিকল্পনা প্রনয়ণ, সিদ্ধান্ত গ্রহন, বাস্তবায়ন, যাবতীয় কর্ম সম্পাদন/কর্ম সম্পাদনের পদক্ষেপ গ্রহণ করবে।
  • পর্ষদের কোন সদস্য মৃত্যু বরন/ সদস্যপদ প্রত্যাহার করলে তদস্থলে সাধারণ সদস্য হতে একজন সদস্য অন্তর্ভুক্ত করা হবে যা পরিচালনা পর্ষদের এখতিয়ারাধীন থাকবে।
  • গ্রুপের স্বার্থ, নিয়ম-শৃঙ্খলা, নীতিমালা বিরোধী কার্যকলাপ থেকে সকল সদস্যদের বিরত থাকতে হবে এবং পরিচালনা পর্ষদ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত সকল সদস্যদের মেনে চলতে হবে।
  • বছরে একবার সাধারণ সভা অনুষ্ঠিত হবে এবং হিসাব বিবরনী উপস্থাপন করা হবে।
  • সাধারণ সভার পূর্বে অডিট কমিটি কর্তৃক আয়-ব্যয় এবং হিসাবের অডিট করা হবে।
  • এই গ্রুপ সকল ধরনের রাজনৈতিক ও দেশবিরোধী কার্যক্রম থেকে বিরত থাকবে।
  • সদস্যপদ ধাপে ধাপে আলোচনা সাপেক্ষে বৃদ্ধি করা হবে। যেমন- ১ম ধাপে ১০০ জন, ২য় ধাপে ৫০/১০০ জন, ৩য় ধাপে ১০০/১৫০ জন।
  • বড় বিনিয়োগের ক্ষেত্রে অর্থ সংকুলানের জন্য গ্রুপের সদস্যদের মধ্যে শেয়ার ছেড়ে অতিরিক্ত অর্থ সংগ্রহ করা হবে।
  • সদস্যবৃন্দ যাবতীয় সকল লেনদেন কেবলমাত্র ব্যাংকিং চ্যানেলে সম্পাদন করবে। কোন ক্যাশ লেনদেন করা হবে না।
  • প্রতিটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সর্বনিম্ন ৩ সদস্য বিশিষ্ট কমিটি নিয়োজিত করা হবে তত্ত্বাবধানের জন্য।
  • গ্রুপের স্বার্থে প্রয়োজনে পরিচালনা পর্ষদের সিদ্ধান্তক্রমে রেজুলেশন সংশোধন, পরির্বতন ও পরিমার্জন করা যাবে।

এন্ট্রি পলিসি:

  • এন্ট্রি ফি টাকা ৫০০/- (এককালিন)।
  • মাসিক চাঁদা ১০২০/-(১০০০ মাসিক চাঁদা + ২০ বিবিধ)।
  • গ্রুপের সদস্যপদ গ্রহনের সময় একজন নতুন সদস্যকে নিম্নোক্ত চাঁদা পরিশোধ করতে হবে:
    • গ্রুপের প্রতিষ্ঠাকাল অর্থাৎ ০১/০১/২০২৫ইং হতে যোগদানকালীন সময় পর্যন্ত মোট মাসিক চাঁদার সমপরিমাণ অর্থ।
    • ইতোপূর্বে বিনিয়োগকৃত (FDR, Bill, Bond ইত্যাদি) স্কিম হতে আয়কৃত অর্থের সদস্যপ্রতি ভাগের সমান অর্থ।
    • জমি, ভবন বা কোন পন্যে বিনিয়োগ করা হলে উক্ত জমি, ভবন বা কোন পন্যে হতে আয়কৃত অর্থের সদস্যপ্রতি ভাগের সমান অর্থ।
    • গ্রুপের ধার্যকৃত গুডউইল ভ্যালুর সমপরিমাণ অর্থ প্রদান করতে হবে।
  • যে কোন জমি, প্রকল্প, বিনিয়োগের বর্তমান মূল্যায়ন করানো প্রয়োজন হলে একটি কমিটি কর্তৃক সরজমিনে মূল্যায়ন প্রতিবেদন জমা দিতে হবে এবং সেই মূল্যায়ন অনুযায়ী যাবতীয় হিসাবায়ন করা হবে।
  • বেশি প্রয়োজন দেখা না দিলে বছরে জুন এবং ডিসেম্বর ২ বার যাবতীয় সব কিছুর হিসাবায়ন করা হবে।
  • তাৎক্ষণিক সদস্যপদ গ্রহন করতে চাইলে ক্রয়কৃত মূল্য অনুযায়ী যাবতীয় টাকা দিয়ে এন্ট্রি হতে পারবে তবে জুন /ডিসেম্বরে চুড়ান্ত হিসাবায়নের পরে বাকি টাকা পরিশোধ করতে হবে।
  • বিনিয়োগের উপর নির্ভর করে ১/২ বছর পর থেকে গুডউইল এমাউন্ট প্রদান করে সদস্যপদ গ্রহণ করতে হবে।
  • গ্রুপের আয় হতে যে পরিমাণ অর্থ সদস্যদের মধ্যে লভ্যাংশ হিসেবে ইতোমধ্যে বিতরন করা হয়েছে কেবলমাত্র সেই পরিমান অর্থ নতুন সদস্যকে পরিশোধ করতে হবে না।
  • গ্রুপের স্বার্থে প্রয়োজনে পরিচালনা পর্ষদের সিদ্ধান্তক্রমে এন্ট্রি পলিসি সংশোধন, পরির্বতন ও পরিমার্জন করা যাবে।

এক্সিট পলিসি:

  • যে কোন সদস্য যে কোন পর্যায়ে চলে যেতে পারবেন সেই ব্যাপারে কোন বাধ্যবাধকতা থাকবে না।
  • সর্বনিম্ন ৩ মাসের নোটিশে সদস্যপদ প্রত্যাহারের আবেদন করতে পারবেন।
  • এন্ট্রিফি এর কোন টাকা ফেরত পাবেন না।
  • মাসিক চাঁদা ১০০০/- টাকা করে যে কয় মাস জমা দিয়েছেন সেটাই ফেরত পাবেন।
  • যে পরিমান বিশেষ চাঁদা প্রদান করেছেন সেটা ফেরত পাবেন।
  • স্বল্প মেয়াদি কোন বিনিয়োগ করা হয়ে থাকলে লভ্যাংশের সম্পূর্ণ অংশ পাবেন।
  • জমি ক্রয় করা হয়ে থাকলে - জমির ক্রয় মূল্য এবং তাৎক্ষণিক বিক্রয় মূল্যের যেটি বেশি তার ৮০% হিসাবায়ন করে সদস্যকে প্রদান করা হবে।
  • কোন প্রকল্পে বিনিয়োগ করা হলে ৬ মাস/ ১ বছর পর্যন্ত বয়স না হলে এখান থেকে কোন লভ্যাংশ পাবেন না
  • আমানত, বিশেষ চাঁদা, স্বল্প মেয়াদি বিনিয়োগের অর্থ নির্ধারিত সময়ের মধ্যে প্রদান করা হলেও অবশিষ্ট লভ্যাংশ যদি থাকে জুন এবং ডিসেম্বর ক্লোজিং এর পর হিসাব করে প্রদান করা হবে।
  • যে কোন জমি, প্রকল্প, বিনিয়োগের বর্তমান মূল্যায়ন করানো প্রয়োজন হলে একটি কমিটি কতৃক সরজমিনে মূল্যায়ন প্রতিবেদন জমা দিতে হবে এবং সেই মূল্যায়ন অনুযায়ী যাবতীয় হিসাবায়ন করা হবে।
  • কোন সদস্য মৃত্যুবরণ করলে (যদি নমিনি চলে যেতে চায় সেক্ষেত্রে) চাঁদার সহজে বিনিময়যোগ্য বিনিয়োগ ( যেমন বন্ড, বিলস, এফডিআর ইত্যাদি) এবং অবিনিয়োগকৃত অংশ লভ্যাংশসহ সাত দিনের মধ্যে নমিনির নিকট প্রদান করা হবে। অপেক্ষাকৃত অবিনিময়যোগ্য বিনিয়োগের ক্ষেত্রে (যেমন জমি, ব্যবসায় বিনিয়োগ ইত্যাদি) সদস্য কর্তৃক প্রদানকৃত চাঁদা কিংবা তাৎক্ষণিক মূল্যের যেটি বেশি সেটি ৩ মাসের মধ্যে প্রদান করা হবে।
  • গ্রুপের স্বার্থে প্রয়োজনে পরিচালনা পর্ষদের সিদ্ধান্তক্রমে এক্সিট পলিসি সংশোধন, পরির্বতন ও পরিমার্জন করা যাবে।

Membership Agreement

Cancel